শব্দজট সমাধান (Crossword Solve
১। Anagram solver: শব্দের অক্ষরগুলিকে ওলট-পালট করে নতুন শব্দ গঠন করতে এই টুল কাজ করে। যেমন: আপনি কবর লিখলে রেজাল্ট আসবে করব, বকর, বরক ইত্যাদি।
২। Crossword solver: শব্দের শুরুতে, শেষে বা মাঝখানে কোন অক্ষর অজানা থাকলে এই টুল ব্যবহার করে শব্দটি খুঁজে বের করতে পারবেন। যেমন, আপনি ক.র লিখলে রেজাল্ট আসবে কছর, কটর, কঠর, কদর, কবর, কমর, কসর ইত্যাদি। উল্লেখ্য, অজানা অক্ষরের স্থানে . (ডট) চিহ্ন বসাতে হবে।
৩। Codeword solver: শব্দের কোথায় কোন অক্ষর কতবার বসেছে তার প্যাটার্ন দ্বারা শব্দ খুঁজে বের করতে এই টুল কাজে লাগবে। যেমন: আপনি ১১২র লিখলে রেজাল্ট আসবে ততপর, শশধর, সসার ইত্যাদি। এখানে প্রথম দুইটি ১ দ্বারা বুঝানো হয়েছে যে, অজানা শব্দটির প্রথম দুইটি অক্ষর একই থাকবে। এইভাবে ১২ব২১, ১২ম২৩ এই রকম প্যাটার্ন আপনি প্রয়োজন মত তৈরি করে নিতে পারেন। (কোডওয়ার্ড সম্পর্কে জানতে Codeword লিখে গুগলে সার্চ করুন)
If you have any suggestions or bug report, please contact us at
[email protected]
Like us on Facebook:
https://facebook.com/wsapps