হতাশ হবেন না (Hotash Hoben Na)
আমরা এখন অনেক সময় তীব্র হতাশার মধ্যে চলে যাই, আল্লাহ আমাদের তার দেওয়া নানান রহমতের মধ্যে ডুবিয়ে রেখেছেন কিন্তু তারপরেও আমরা কখনো কখনো হতাশার মধ্যে চলে যাই। নিজেদের আমরা হতাশা-মুক্ত করার চেষ্টা করি কিন্তু তারপরেও সেই হতাশা আমাদের গ্রাস করে ফেলে। এই হতাশার কারণে আমরা অনেক ভুল কাজ করে ফেলি, যা কোনভাবেই কাম্য নয়। হতাশ হয়ে যাওয়া মাসে আল্লাহ তায়ালার রহমতের থেকে দূরে সরে যাওয়া, এতে আমাদের অমঙ্গল ছাড়া আর কিছু হবে না। আমাদের এই হতাশা দূর করার উদ্দেশ্যে ও মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ সম্পর্কে সচেতন করার জন্য লেখক লিখেছেন তার অসাধারণ বইটি, যা আমাদের হতাশা দূর করতে সহায়তা করবে ও পাশাপাশি আল্লাহর দেওয়া মূল্যবান সম্পদগুলো সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান লাভ করতে সহায়তা করবে।